চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলাদেশি টিকার ট্রায়াল অক্টোবরে!

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২০ | ৭:১৬ অপরাহ্ণ

আগামী অক্টোবরে মানবদেহে করোনার ভ্যাকসিন ট্রায়ালের ঘোষণা দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। ভ্যাকসিন প্রয়োগে সাফল্য হলে নতুন বছরের শুরু থেকেই তা বাজারে ছাড়তে চায় প্রতিষ্ঠানটি। এটি সারা বিশ্বে বড় অর্জন হবে বাংলাদেশের। অ্যানিমেল ট্রায়ালের ডাটা কমপ্লিট হলে হিউম্যান ট্রায়ালের জন্য  বিএমআরসির (বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল) কাছে আবেদন করার কথা জানান গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসিসটেন্ট ম্যানেজার অ্যান্ড ইনচার্জ ড. আসিফ মাহমুদ।

এর আগে তিনি  গণমাধ্যমকে জানান, অ্যানিমেল ট্রায়ালের শেষ পর্যায়ে আছি। ডাটা কালেকশন চলছে। একটা ক্যান্ডিডেট আমাদের রেডি হয়েছে। এখন পর্যন্ত যা ডাটা এসেছে, তা খুবই আশাপ্রদ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট