চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ আটক ৭ রোহিঙ্গা

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ আটক ৭ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২০ | ১০:৪২ অপরাহ্ণ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুল হালিম (৫৩), কোনইস বিবি (২৭), কাওছার আলী (২২), সৈয়দুল কাউসার (২১), খুশির বেগম (২১), দিলজান খাতুন (১৬) ও মোহাম্মদ সালমান (০১)। তারা সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর ই এলাহী জানান, কয়েকজন রোহিঙ্গা বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তা জানতে পেরে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তিন পুরুষসহ তিন নারী ও একটি শিশুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট