চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা অমানবিক’

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২০ | ৮:২৬ অপরাহ্ণ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি আদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে (বিদেশ) যাওয়া নিষিদ্ধ করাকে অমানবিক বলে মনে করি। মানবিক কর্ম হিসেবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। আর এটাই আমাদের দাবি।

শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠন মহিলাদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হয়। এতে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের হাসপাতালে থাকলেও সুস্থ হতে পারেননি। প্রয়োজনে তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। তিনি যাবেন কি যাবেন না সেটা ভিন্ন কথা।

বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, করোনায় হাজার মানুষ অকালে মারা যাচ্ছে সেটার সংখ্যায় কত? সাধারণ মানুষ সরকারের প্রদত্ত সংখ্যায় বিশ্বাস করে না। তারা এ থেকে মুক্তি চেয়ে তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার চায়। যা শুধু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্ভব।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট