চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজের প্রাক নিবন্ধন

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজের প্রাক নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০২০ | ৯:৪৪ অপরাহ্ণ

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ পর্যন্ত প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন ১ লাখ ৬২ হাজার ৩২০ জন। তাদের মধ্যে ৩ হাজার ৩৬০ জন সরকারি ব্যবস্থাপনায় ও ১ লাখ ৫৮ হাজার ৯৬০ জন বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছেন।

হজ অফিস জানায়, করোনার কারণে এবার হজে যেতে না পারা ব‌্যক্তিদের টাকা ফেরত না পাওয়া ব্যক্তিরা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবেন। যারা টাকা ফেরত নিয়েছেন তাদের হজে যেতে হলে আবার ৩০ সেপ্টেম্বরের মধ্যেই প্রাক-নিবন্ধন করতে হবে।

প্রসঙ্গত, সৌদি আবরের সঙ্গে বাংলাদেশ সরকারের চলতি বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে হজ করার কোটা নির্ধারিত ছিল ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জনের। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার কোটা নির্ধারিত ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সৌদি আরবে থাকা মুসল্লিদের অংশগ্রহণে হজ পালিত হয়।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট