চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টিসিবি’র পেঁয়াজ মিলবে অনলাইনেও

টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু ১৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০২০ | ৯:২৮ অপরাহ্ণ

পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার সিন্ডিকেট ভাঙ্গতে আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেঁয়াজ আমদানি ও বিক্রির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে টিসিবি। তবে কত টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে তা জানায়নি মন্ত্রণালয়।

গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত হয়। নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত রাখার সিদ্ধান্তও নেওয়া হয় সভায়। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বাড়ানোর চেষ্টা হলে সরকার আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেবে। বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট