চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নারাণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২০ | ৬:২৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে সংগঠিত হওয়ার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলেও জানানো হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক আদেশে অভিযুক্ত ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- তিতাসের নারায়ণগঞ্জ জোবিঅ ফতুল্লা অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইয়ুব আলী, সাহায্যকারী হানিফ মিয়া ও প্রকর্মী ইসমাঈল প্রধান।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন অর্ধ-শতাধিক মুসল্লি। এর মধ্যে গুরুতর আহত ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মৃত্যুবরণ করেছেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট