চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ: দগ্ধ অন্তত ৩৭

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ: দগ্ধ অন্তত ৩৭

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২০ | ১০:৩৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে একটি মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ৩৭ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে জেলা সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৭ জন জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। দগ্ধদের চিকিৎসায় জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা অন্যান্য চিকিৎসকরাও যোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, দগ্ধদের প্রায় সবার শরীরের ৩৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন চলে গেছে। প্রাথমিক অনুসন্ধানে ওই গ্যাসের লাইনের ত্রুটি থাকায় বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

তিনি আরও জানান, মসজিদে এসি বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ও এম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট