চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১১৫৬ মোটরসাইকেলকে রাইড শেয়ারিংয়ের অনুমতি দিল বিআরটিএ’র

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবার আওতায় এক হাজার ১৫৬টি মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রাথমিকভাবে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরসাইকেলকে এ অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয় বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত জারিকৃত একটি বিজ্ঞপ্তিতে।

অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে। পূর্বে এ সেবার আওতায় থাকলেও চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরের জন্য এবার অনুমতি দেওয়া হয়নি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট