৪ সেপ্টেম্বর, ২০২০ | ৭:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানির সমতল বেড়ে যেতে পারে। যে কারণে উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে একটি বা দুটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।
আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 163 People