চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল ইতালির

৬ শর্তে সৌদিতে ঢুকতে পারবে বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকরা

পূর্বকোণ অনলাইন

৩ সেপ্টেম্বর, ২০২০ | ৬:৪৭ অপরাহ্ণ

৬ শর্তে সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশসহ ২৫ দেশের প্রবাসীরা। করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না। সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সৌদি গেজেট গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তবে কবে থেকে সৌদিতে প্রবেশ করা যাবে তার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। এই ২৫ দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও; নেই পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এ ছাড়া নেই মালদ্বীপ, আফগানিস্তানের নামও।

অনুমতি পাওয়া দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন, মিসর, লেবানন, মরক্কো, তিউনিসিয়া, চীন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

যেসব শর্ত পূরণ করে এই ২৫ দেশের নাগরিকরা সৌদি আরবে ফিরে যেতে পারবেন-

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট