চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ১:৩৯ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

নিহত ছবিল এলাকার আইরমারীচর গ্রামের মূসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে গরু আনার জন্য পাখিউড়া কালাইয়েরচর সীমান্তে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীর চরে গেলে সেখানকার ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এসময় ছবিলের পেটে গুলি লাগে। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি জানান, ছবিলের মরদেহ বাড়িতে গ্রাম পুলিশের পাহারায় রয়েছে।

এ প্রসঙ্গে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, এলাকাটি দুর্গম। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি সীমান্তে কোনো মরদেহ পায়নি।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট