চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২০ | ৮:১৭ অপরাহ্ণ

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৩৯ বিলিয়ন ডলার। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনের শুরুতেই বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ বেড়ে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনুযায়ী তা দিয়ে আগামী ১০ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে বেড়েছে রপ্তানি আয়। এসবের সঙ্গে জাইকার ৩০ কোটি ডলারের সহযোগিতা যোগ হওয়ায় রির্জাভের পরিমাণ বেড়ে প্রায় ৪০ বিলিয়ন ডলার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসের শেষ ২৭ দিনে ১৭২ কোটি ৫৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। জুলাই ও জুন মাসে পাঠিয়েছেন যথাক্রমে ২৬০ কোটি ও ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্যের নিম্নগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে সহায়তা করেছে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট