চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভিয়েতনাম-কাতার ফেরত ৮৩ জন অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১ সেপ্টেম্বর, ২০২০ | ১:২০ অপরাহ্ণ

ভিয়েতনাম ও কাতার ফেরত মোট ৮৩ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদের মধ্যে ৮১ জন ভিয়েতনামের এবং ২ জন কাতারের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে নিয়ে যান। তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে ভিয়েতনামে থাকাকালে কিছু অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। তবে এই অভিবাসী শ্রমিকদের প্রত্যেকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ভিয়েতনামে যান বলে জানিয়েছেন।

দালালের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ানো ৮১ শ্রমিক ১৮ আগস্ট ভিয়েতনাম থেকে দেশে ফেরেন। বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পর থেকে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়মানুযায়ী দুই সপ্তাহ কোয়ারেন্টিন শেষ হয় আজ। তবে আরও দুদিন আগে থেকেই তারা যেখানে ছিলেন, সেখানে পুলিশের তৎপরতা বাড়ে।

ওসি আরও জানান, ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ করছে। তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট