চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গভীর সমুদ্রবন্দর হচ্ছে না সোনাদিয়ায়: সিদ্ধান্ত অনুমোদন মন্ত্রীসভায়

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২০ | ৮:০১ অপরাহ্ণ

সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর প্রকল্প থেকে সরে এসেছে সরকার। ‘সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’এ সংক্রান্ত আইনের খসড়া বাতিল করা হয়েছে। দীর্ঘ ৮ বছর পর সরকার সিদ্ধান্ত নিয়েছে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে না। সোনাদিয়ার খুব কাছাকাছি মাতারবাড়িতে একটা সমুদ্রবন্দর নির্মাণ চলছে। পাশাপাশি সোনাদিয়ায় সমুদ্রবন্দর হলে দেশের প্রাকৃতিক বৈচিত্র্যের ভারসাম্য ক্ষুণ্ণ হবে। গবেষণায় এমন তথ্য জানার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রকৃতির ক্ষতি করে সোনাদিয়ায় সমুদ্রবন্দর করার দরকার নেই। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু সোনাদিয়ায় হচ্ছে না সেজন্য এখন আর ওই আইনের কোনও প্রয়োজনীয়তা নেই। তাই ওই আইন বাতিলের প্রস্তাবে অনুমোদন দেওয়া হলো। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেহেতু মাতারবাড়িতে হয়ে গেছে সেজন্য যদি সোনাদিয়ায় সমুদ্রবন্দর হয় তবে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের অনেক ভারসম্য ক্ষুণ্ন হবে। এটা যখন স্টাডিতে ধরা পড়ল তখন সরকার সিদ্ধান্ত নিল সোনাদিয়াতে প্রকৃতির ক্ষতি করে সমুদ্রবন্দর করার দরকার নেই। মাতারবাড়িতেই মাচ মোর স্যুইটেবল। সেজন্য এখন আর ওই আইনের কোনো প্রয়োজনীয়তা নেই বলে ওই আইন বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট