৩০ আগস্ট, ২০২০ | ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডায় ‘ধূমপানমুক্ত স্বামী চাই’ স্লোগানে এক ব্যতিক্রমী মানববন্ধন পালিত হয়েছে।
গতকাল শনিবার (২৯ আগস্ট) বাড্ডা প্রধান সড়কে ‘ধূমপানমুক্ত বাংলাদেশ চাই’ সোসাইটির পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করেন ‘ধূমপানমুক্ত বাংলাদেশ চাই’ সোসাইটির চেয়ারম্যান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।
জানা যায়, ১৯৯৬ সালে কনস্টেবল হিসেবে যোগ দেয়া শফিকুল ২০০৩ সালে ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’ গড়ে তোলেন। বর্তমানে তার সংগঠনে সদস্য সংখ্যা ৩০ হাজারের ওপরে।
শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেয়। তাদের প্রত্যাশা, ২০৪০ সালের মধ্যে প্রতিজন নারী যেন ধূমপান মুক্ত স্বামী পান।
নারীদের পাশাপাশি সচেতন অনেক পুরুষও এই মানববন্ধনে অংশ নিয়েছেন।
সংসারের কর্তা পুরুষ হবার কারণে ধূমপান করার ফলে তারা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় নারীরা। এ কারণে ধূমপানমুক্ত স্বামী চান নারীরা।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 554 People