চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতকেও ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৯ আগস্ট, ২০২০ | ৫:৫১ অপরাহ্ণ

চীনের পাশাপাশি ভারতকেও ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের মধ্য খালপাধোয়া কর্নেল মালেক প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের উদ্যোগে শিশুখাদ্য ও খাদ্য বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানান, বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছেন। যে সব দেশ প্রথম পাবে আমরা তার প্রথম সারির দেশ। এখনো ভারত, আমেরিকায় প্রতিদিন এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সম্ভব হয়েছে। ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ৪ হাজার মানুষ মারা গেছে।

জাহিদ মালেক আরও জানান, কেউ ঘর থেকে বের হলেই মাস্ক পরবেন। মাস্ক পরলেই সবাই  করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী একই স্থানে শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান প্রমুখ।

এ সময় মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট