চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্লাজমার প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২০ | ১০:১৭ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে প্লাজমা দেয়া ও  সুস্থ হওয়া ব্যক্তিদের থেকে প্লাজমা সংগ্রহ করতে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ ২৪ ঘণ্টার খোলা রাখার কথা জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।  আজ শুক্রবার তিনি এ কথা সংবাদ মাধ্যমকে জানান।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের এখন করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের রক্ত দরকার। এর জন্য আমরা ২৪ ঘণ্টা প্লাজমা সেন্টার খোলা রাখছি।  প্লাজমা দেওয়ার ক্ষেত্রেও রক্তদানকে উৎসাহিত করা দরকার এবং জনমানুষের সাড়া দরকার। প্লাজমা নেওয়ার ফির বিষয়ে তিনি বলেন, ‘এখানে যিনি প্লাজমার জন্য রক্তদান করবেন, তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আবার যিনি প্লাজমা নেবেন, তারও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে যিনি রক্তদান করবেন, তার ক্ষেত্রে কোনো ফি নেই। বিনা মূল্যে তিনি রক্তদান করতে পারবেন। যিনি প্লাজমা নেবেন তার কাছে থেকে উভয়ের পরীক্ষা বাবদ পাঁচ হাজার টাকা ফি নেওয়া হবে। অর্থাৎ, যিনি রক্তদান করলেন তার পরীক্ষা এবং যিনি নেবেন তার পরীক্ষার খরচ বাবদ এই পাঁচ হাজার টাকা।’ (গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে যোগাযোগের ফোন: ০২ ৯৬৭০০৭১-৫, ০১৭০৯৬৬৩৯৯৪, ০১৫৫২৪৬০৭৮০, ০১৭৪৭১৬২২৯৮)

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট