২৮ আগস্ট, ২০২০ | ১১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাখালপাড়ার একটি বাসায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র কার্যালয় থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩২)। তারা সংস্থাটিতে চাকরি করতেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদ খান জানান, খবর পেয়ে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আসমতের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ও ফারজানার মৃতদেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। মৃতদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 211 People