চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনাকালেও সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২০ | ৯:৫৯ অপরাহ্ণ

করোনাকালেও  সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন। আজ শনিবার (২২ আগস্ট)  নিজ দল গণফোরামের আহ্বায়ক কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এই অভিযোগ তুলে তা প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন।

এসময় গণফোরাম সভাপতি কামাল বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকার দুর্নীতিকে প্রশ্রয় করে যাচ্ছে। তাদের (দুর্নীতিবাজ) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না।” বন্যা পরিস্থিতি মোকাবেলায়ও সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি।“এবার বন্যা ও নদী ভাঙনে কৃষকদের ফসল মারা গেছে, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।”কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাটি ধরে কামাল বলেন, “এই হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে।”“এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যকে আরও জোরদার রতে হবে, জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে,” বলেন কামাল।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট