চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনাতেও পৌনে দুই কোটি টাকা মিলল মসজিদের দানবাক্সে

করোনাতেও পৌনে দুই কোটি টাকা মিলল মসজিদের দানবাক্সে

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২০ | ৮:১৬ অপরাহ্ণ

করোনাকালে দীর্ঘ ৬ মাস পর পৌনে দুই কোটি টাকা পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকারসহ বিদেশি মুদ্রা।

সর্বশেষ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি খোলার পর এবার ৬ মাস ৭ দিন পর দানবাক্সের সিন্দুক খুলে এসব অর্থ ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের এই ৮টি দান সিন্দুক খোলা হয়।

ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী পাগলা মসজিদের টাকা গণনার কাজ পরিদর্শন করেছেন। এ সময় পাগলা মসজিদের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও সদস্য সিনিয়র সাংবাদিক ও আইনজীবী সাইফুল হক মোল্লা দুলুসহ জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. সারোয়ার মূর্শদ চৌধুরী জানান, বিকেল ৪টা পর্যন্ত গণনায় এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ১০৯ টাকা পাওয়া গেছে। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট