চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৩০ আগস্ট পবিত্র আশুরা

৩০ আগস্ট পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২০ | ১২:০৫ পূর্বাহ্ণ

পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ৩০ আগস্ট (রবিবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এ তথ্য জানান।

দুনিয়াজুড়ে মুসলিম উম্মাহ পবিত্র আশুরাকে বিশেষ তাৎপর্য ও গুরুত্ব দিয়ে প্রতিবছর পালন করে থাকে। কারণ এ দিবসেই কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীরা হিজরি ৬১ সনের ১০ মহররম অর্থাৎ এই দিনটিতে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন।

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি প্রতিবছর পালিত হয়। এদিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট