চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

করোনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ৬২৫

করোনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৬৪৪

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট, ২০২০ | ৪:১৩ অপরাহ্ণ

করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৬২৫ জন। এছাড়া ১২ হাজার ৮৯১ টি নমুনা পরীক্ষায় দেশে নতুন করে আরও ২ হাজার ৬৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

আজ শনিবার (১৫ আগস্ট) করোনা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

এসময় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

 

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট