চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পল্লবী থানায় বোমা বিস্ফোরণে আহত ৫ পুলিশ

অনলাইন ডেস্ক

২৯ জুলাই, ২০২০ | ১২:২৬ অপরাহ্ণ

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণে এক পুলিশ পরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছেন। অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকার মিরপুর পল্লবী থানায় নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে জব্দ করা একটি ওজনযন্ত্রে লুকানো বোমার বিম্ফোরণে এ ঘটনা ঘটে।

বুধবার (২৯ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে পল্লবী থানার ভেতরে এ ঘটনা ঘটে বলে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান।

বিস্ফোরণে আহতরা হলেন- পল্লাবী থানায় পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম, এসআই রুমি, পিএসআই সজীব ও অঙ্কুর এবং রিয়াজ নামের একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “সকালে তাদের পাঁচজনকেই ঢাকা মেডিকেলে আনা হয়। অঙ্কুরের চোখে আঘাত থাকায় তাকে পরে চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

পল্লাবী থানা সূত্রে জানা যায়, ভোর রাতে তিনজন সন্ত্রাসীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের সঙ্গে একটি ওজন মাপার মেশিন ছিল। তারা বলছিল, ওই ওজন মাপার মেশিনে বোমা রয়েছে।”

এরপর বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে তারা এসে ডিউটি অফিসারের কক্ষে ওই ওজন মাপার মেশিন পরীক্ষা করে। পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট