চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশকে ঈদে ১০টি রেল ইঞ্জিন উপহার দিল ভারত

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২০ | ৭:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ রেলওয়েকে ঈদে ১০টি রেল ইঞ্জিন উপহার হিসেব দিল ভারত। আজ সোমবার (২৭ জুলাই) উভয় দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর  বিকেল ৪টায় দর্শনা সীমান্ত দিয়ে এসব রেলইঞ্জিন ভারত থেক বাংলাদেশ রেলওয়েকে হস্তান্তর করা হয়।

এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ভারতীয় রেলওয়ে আমাদের ১০টি ব্রডগেজ ইঞ্জিন ‘ঈদ উপহার’ হিসেবে আমাদের দিচ্ছে। ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে বিকেল ৪টায় দর্শনা স্টেশনে এসে বাংলাদেশ রেলওয়ের হাতে ইঞ্জিনগুলো হস্তান্তর করে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দু-দেশের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বাংলাদেশের পক্ষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, রেল সচিব, মো. রেজা, ডিজি মো. শামছুজ্জামান, আর ভারতের পক্ষে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট