চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দেশের ৪০ ভাগ মানুষকে মাসে ২,১০০ টাকা দেয়ার সুপারিশ ইউএনডিপির

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২০ | ৫:১৭ অপরাহ্ণ

দেশের ৪০ শতাংশ মানুষকে মাসে ২৫ ডলার তথা ২ হাজার ১০০ টাকা নগদ ভাতা দেয়ার সুপারিশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ‘টেম্পরারি বেসিক ইনকাম: প্রোটেক্টিং পুওর এন্ড ভালনারেবল পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ’ শীর্ষক প্রতিবেদন এ কথা বলা হয়। করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে লোকজনকে ঘরে থাকতে উৎসাহিত করতে এ সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘের এই সংস্থাটি বলছে, বাংলাদেশের ৬ কোটির ৫৩ লাখের বেশি গরিব মানুষের নগদ সহায়তা দরকার; যা দেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশের কিছুটা বেশি। এসব দরিদ্র জনগোষ্ঠীকে প্রতি মাসে ২৫ ডলার করে ভাতা দিলে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে।

জরুরি ভিত্তিতে অতিদরিদ্র মানুষকে সাময়িক আর্থিক সহায়তা দিলে করোনা সংক্রমণের গতি কমতে পারে বলে সংস্থাটি ধারণা করছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট