চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিমানের জ্বালানির দাম বাড়ছে

অনলাইন ডেস্ক

১৮ জুলাই, ২০২০ | ৪:১৮ অপরাহ্ণ

দেশের চারটি বিমান বন্দরের ক্ষেত্রে প্লেনের জ্বালানির (জেট ফুয়েল) দাম ১ ইউএস সেন্ট এবং অভ্যন্তরীণ প্লেনের জন্য ১ টাকা বাড়িয়ে প্রতি লিটার ৫১ টাকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

উল্লেখ্য, প্রতিমাসে মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটির সভা হয়। গত ১৪ জুলাই কমিটির সেই সভায় মূল্য খুবই সামান্য পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিপিসির ঘোষণা বা প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে এই বাড়তি দাম কার্যকর হবে বলে জানা যায়।

এদিকে বিপিসি জানায়, আন্তর্জাতিক বাজারমূল্য এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আইওসিএল কর্তৃক প্রকাশিত বিক্রয়মূল্য বিবেচনা করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জেট-১ জ্বালানি তেলের এই বিক্রয় মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারণের ফলে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং কক্সবাজারে জ্বালানি তেলের দাম লিটার প্রতি মার্কিন ডলার শূন্য দশমিক ৪৫ ডলার থেকে বেড়ে শূন্য দশমিক ৪৬ ডলার হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে চারটি বিমান বন্দরেই টাকার হিসাবে লিটার প্রতি ৫০ টাকা থেকে বেড়ে ৫১ টাকা হয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট