চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

করোনা শনাক্তের ফল ৭২ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

১৬ জুলাই, ২০২০ | ১২:০৩ অপরাহ্ণ

৭২ ঘণ্টার মধ্যে করোনা রোগী শনাক্তের ফলাফল দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন। সেই সাথে ৫০ থেকে ৬০ বছর বয়সের ব্যক্তিদের নমুনা বাড়িতে গিয়ে সংগ্রহ করতে ও বলা হয়েছে।

গতকাল বুধবার (১৫ জুলাই) পৃথক দুটি চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরকে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, যেহেতু কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ থেকে ফলাফল পাওয়া পর্যন্ত অনেক সময় লেগে যায় তাই এ ক্ষেত্রে ফলাফল দ্রুত সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) পাঠানোর জন্য ব্যবস্থা নেয়া প্রয়োজন। নমুনা পরীক্ষার ফল ৭২ ঘণ্টার মধ্যে আইইডিসিআরে পাঠানোর নির্দেশ দেয়া হচ্ছে।

সেই সাথে যেহেতু প্রবীণরা এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বেশি তাই স্বাস্থ্যঝুঁকির কারণে অনেক সময় তারা নমুনা সংগ্রহ করতে যেতে পারছেন না। সেই বিষয়কে মাথায় রেখে ৫০ থেকে ৬০ বয়সের ব্যক্তিদের নমুনা সংগ্রহ তাদের বাসায় গিয়ে করার জন্য নির্দেশনা দেয়া হয়।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট