চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ময়ূর-২ লঞ্চের দুই ইঞ্জিন চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২০ | ১২:২৬ অপরাহ্ণ

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনার ঘটনায় ঘাতক ময়ূর-২ লঞ্চের দুইজন ইঞ্জিন ড্রাইভারকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- হচ্ছেন শিপন হাওলাদার ও শাকিল।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এজাহারনামীয় চারজনসহ পাঁচজন গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও র‌্যাব।

নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) খন্দকার ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুইজনই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে নৌ-পুলিশের এসআই শামছুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এতে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।  

 এই ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট