চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গ্রেপ্তার

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২০ | ১২:০০ পূর্বাহ্ণ

করোনার ভুয়া সনদ দেয়ার অভিযোগে আলোচিত রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গাজীপুরের কাপাসিয়া থেকে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আশিক বিল্লাহ বলেন, মাসুদ পারভেজ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী। মাসুদ পারভেজ মামলার ২ নম্বর আসামি। তবে মামলার প্রধান আসামি সাহেদ এখনো পলাতক আছে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করা এবং ভুয়া সনদ দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। পরদিন উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদি হয়ে সাহেদ করিমকে এক নম্বর আসামি করে মামলা করা হয়। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সাতজনকে রিমান্ডে নেয়ার আদেশ দেয় আদালত।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট