চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহজাহান সিরাজের মৃত্যুতে আমীর খসরুর শোক

শাহজাহান সিরাজের মৃত্যুতে আমীর খসরুর শোক

বিজ্ঞপ্তি

১৪ জুলাই, ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

স্বাধীনতার ইশতেহার পাঠকারী, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাহাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এক শোকবার্তায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মরহুম শাহাজাহান সিরাজ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভুমিকা ছিল অপরিসীম। ব্যক্তিজীবনে একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হন নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। দেশ ও দলের প্রতি তার অবদানের জন্য বিএনপি চিরদিন তাকে স্মরণ করবে। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে বিএনপি দলের একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারলো।

এছাড়াও আমীর খসরু মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেন।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট