চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ বরখাস্ত তিন কর্মকর্তা

হাটহাজারী সংবাদদাতা

১৪ জুলাই, ২০২০ | ৯:১৫ অপরাহ্ণ

কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকা পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফসহ তিনজনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া বাকি দু’জন হচ্ছেন পরিদর্শক মাওলানা ত্বহা ও মাওলানা আবদুল গণী। আজ মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত বেফাকের প্রধান কার্যালয়ে বেফাকের সহ সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

অন্যদিকে বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। সূত্র জানায় আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো হলো- বেফাকের শৃঙ্খলাবিরোধী নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় পরীক্ষা নিয়ন্ত্রণ মাওলানা আবু ইউসুফকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। মাওলানা আবু ইউসুফও অভিযোগ স্বীকার করে বরখাস্তের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। বেফাকের আজকের বৈঠকে বেফাকের খাস কমিটির সদস্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, পীর মধুপুর মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল হক ময়মনসিংহ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মাওলানা নুরুল আমিন এবং অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

পূর্বকোণ / আরআর- জাহাঙ্গীর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট