চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা দিচ্ছে ইসি

জিকেজি চেয়ারম্যান ড. সাবরিনা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২০ | ৪:০৯ অপরাহ্ণ

করোনাভাইরাস পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দিয়ে জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বেচ্ছাসেবী সংগঠন জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবায়েত জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. সাবরিনাকে করোনা টেস্টের জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর প্রতারণার নেপথ্যে ছিলেন তার স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরী। জেকেজির চেয়ারম্যান হিসেবে সব যোগাযোগ রক্ষা করতেন সাবরিনাই।

গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায়। মারধর করে পুলিশকে।

এছাড়া রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে নমুনা সংগ্রহের বুথ বসিয়ে সেখানে প্রশিক্ষণের নামে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া যায়। কলেজের কক্ষে নারী-পুরুষের আপত্তিকর অবস্থানসহ নানা অনৈতিক কাজে বাধা দিলে তিতুমীর কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের ওপরও হামলা করে আরিফুলের লোকজন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট