চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

করোনা মোকাবেলায় বাংলাদেশ পাচ্ছে ২ মিলিয়ন ইউরো

করোনা রোগীর তালিকায় এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ, বিশ্বে সপ্তম

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২০ | ১০:১৪ অপরাহ্ণ

করোনা সক্রিয় রোগীর সংখ্যার তালিকায় এশিয়ায় দ্বিতীয় অবস্থানে ওঠে এসেছে বাংলাদেশ। ওয়ার্ল্ডওমিটারে এ সংক্রান্ত একটি তালিকা আজ শনিবার (১১ জুলাই) প্রকাশিত করা হয়। তালিকায় প্রথম অবস্থানে আছে ভারত আর তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ভারতে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। আর বাংলাদেশে এর পরিমাণ ৯০ হাজার ৭৯০ জন ও পাকিস্তানে ৮৮ হাজার ৯৪ জন।

বিশ্বে করোনা রোগীর সংখ্যায় প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় ভারত, চতুর্থ রাশিয়া, পঞ্চম দক্ষিণ আফ্রিকা, ষষ্ঠ পেরু, সপ্তম বাংলাদেশ, অষ্টম পাকিস্তান, নবম মেক্সিকো এবং দশম কলম্বিয়া।

এ পর্যন্ত বাংলাদেশে এক লাখ ৮১ হাজার ১২৯ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৩০৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৩৪ জন।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট