চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পিয়নের ব্যাংক একাউন্টে মিলল ৩০ কোটি টাকা!

অনলাইন ডেস্ক

৬ জুলাই, ২০২০ | ৪:৩৭ অপরাহ্ণ

লিবিয়ায় মানবপাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে গোপন তথ্যের ভিত্তিতে ৩৬ জন পাচারকারীর মধ্যে একজন পিয়নের ব্যাংক একাউন্টে ২০-৩০ কোটি টাকার খবর জানতে পেরেছে সিআইডি।

রাজধানীর মালিবাগে আজ সোমবার (৬ জুলাই) দুপুরে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মাহবুবুর রহমান। মানবপাচারকারীদের মধ্যে ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে সিআইডি।

ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে। যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। এসব মামলায় তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিআইডি ৩৬ জনকে গ্রেপ্তার করতে গিয়ে এক পিয়নের ব্যাংক একাউন্টে ২০-৩০ কোটি টাকার খবর পায়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট