চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনা মোকাবেলায় বাংলাদেশ পাচ্ছে ২ মিলিয়ন ইউরো

সাপ্তাহিক করোনা শনাক্তের তালিকায় বাংলাদেশ বিশ্বে অষ্টম

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই, ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, চলতি সপ্তাহে নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের র‌্যাংকিংয়ের দিক থেকে বাংলাদেশ আজ শুক্রবার (৩ জুলাই) উঠে এসেছে অষ্টম স্থানে। দেশ, এলাকা ও অঞ্চলভিত্তিক তৈরি সংস্থাটির মহামারি ড্যাশবোর্ড অনুসারে, গত সাত দিনে দেশে নতুন করে ২৬ হাজার ৫৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

একই তালিকায় ৩ লাখ ৪ হাজার ১৫৬ আক্রান্ত নিয়ে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহে ২ লাখ ৬০ হাজার ১২২ জন শনাক্ত নিয়ে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর দক্ষিণ এশিয়ার দেশ ভারত ১ লাখ ৩১ হাজার ৫৩৬ জন আক্রান্ত নিয়ে উঠে এসেছে তালিকার তিন নম্বর স্থানে।

এদিকে, ডব্লিউএইচও’র প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের প্রতিবেদন অনুসারে বিশ্বে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ নতুন করে ৩ হাজার ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৪২ জন।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট