চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৩৬ বিলিয়ন ডলার এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

২ জুলাই, ২০২০ | ১১:২৬ অপরাহ্ণ

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রপ্তানি আয় কমার পরও প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড করলো। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রেকর্ড গড়ার এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান জানান, আজ বৃহস্পতিবার (২ জুলাই) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৬১৪ কোটি ডলার দাঁড়িয়েছে। এর পেছনে বড় অবদান রেখেছেন প্রবাসীরা।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ৩৫ বিলিয়ন ডলার উচ্চতায় ওঠে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট