চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

করোনায় একদিনে আরও ৩৮ জনের মৃত্যু, সুস্থ ৪ হাজার ৩৩৪

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২০ | ২:৫৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে নতুন করে  আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৬ জন। এছাড়া ১৮ হাজার ৩৬২ টি নমুনা পরীক্ষায় দেশে নতুন করে আরও ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

আজ বৃহস্পতিবার (২ জুন) করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনা শনাক্ত বাড়ার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই সুস্থ হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত প্রায় অর্ধ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

এসময় কোভিড-১৯ প্রতিরোধে নিয়মিত সুষম খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি। বেশি করে পানি খাওয়ার ও ধূমপান পরিহার করতেও  বলা হয় ব্রিফিংয়ে। তাছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন