চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চীনা ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল হতে পারে বাংলাদেশে : স্বাস্থ্য ডিজি

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২০ | ৭:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশে হতে পারে মহামারি করোনা নির্মূলে চীন আবিষ্কৃত সম্ভাব্য ভ্যাকসিনের দ্বিতীয় ধাপে ট্রায়াল। আজ শুক্রবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এমনই তথ্য জানান।

তিনি বলেন, এই ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও ওই ভ্যাকসিন উৎপাদন শুরু হতে পারে। করোনা মোকাবেলায় এটা বাংলাদেশের মানুষের জন্য আরেক ধাপ সাফল্য বয়ে আনবে।

সংক্রমণের মাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়ে তিনি বলেন, দেশে আগে আক্রান্ত একজন থেকে আরো দুজনের বেশি হারে এই ভাইরাস ছড়াত। কিন্তু এখন তা ১.০৫-এ নেমে এসেছে যা খুবই ভালো লক্ষণ। এখন নিচে নামাতে পারলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তাছাড়া এখনো প্রতিদিন সংক্রমণের প্রাপ্ত সংখ্যা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমাদের দেশে আর রেট হঠাৎ করে খুব উঁচুতে ওঠার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুব কম বলে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা জানিয়েছেন। রিপ্রোডাকশন রেট বা আর রেটকে আরো নিচের দিকে নামিয়ে আনাই এখন মূল লক্ষ্য বলেও জানান স্বাস্থ্য অধিদ্প্তরের মহাপরিচালক।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট