চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

অনলাইন ডেস্ক

২৩ জুন, ২০২০ | ১১:১৮ পূর্বাহ্ণ

টঙ্গীর টিএনটি বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

র‌্যাবের দাবি পিংকু তালিকাভুক্ত সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। 

সোমবার (২২ জুন) রাত দেড়টার দিকে টঙ্গীর টিএনটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চরের আবু জাফরের ছেলে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গোপনে খবর পায়, পিংকু টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার এলাকায় অবস্থান করছে। এরপর টিএনটি বাজার এলাকায় অভিযানে যায় তারা। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী পিংকু গুলিবিদ্ধ হয় ও অন্যরা পারিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা, দু’টি বিদেশি পিস্তল, ১১টি গুলি, দু’টি ম্যাগজিন ও তিনটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, পিংকু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট