চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিমানের আভ্যন্তরীণ ফ্লাইট শুরু ২৫ জুলাই

প্রায় তিন মাস পর ঢাকা ছাড়ল লন্ডনের প্রথম ফ্লাইট

অনলাইন ডেস্ক

২১ জুন, ২০২০ | ১:৫০ অপরাহ্ণ

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।

আজ রবিবার (২১ জুন) দুপুর ১২টা ২ মিনিটে ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটে যাত্রী সংখ্যা ১৮৭।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, লন্ডনের ফ্লাইট রবিবার সকাল ১২টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।  ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিলেন। 

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ ও ৩০ এপ্রিল, ৭ , ১৬ ও ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। তবে কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই যাত্রীরা শুধু ট্রানজিট হিসেবে কাতার ব্যবহার করে অন্যান্য দেশে যেতে পারবেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট