চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনায় মারা গেলেন ইউসিবির পরিচালক ফরিদ উদ্দিন
করোনায় মারা গেলেন ইউসিবির পরিচালক ফরিদ উদ্দিন

করোনায় মারা গেলেন ইউসিবির পরিচালক ফরিদ উদ্দিন

অনলাইন ডেস্ক

১৮ জুন, ২০২০ | ৪:১৮ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালক ও ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ফরিদ উদ্দিন আহমেদ ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ইউসিবি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পর্ষদ ও ইউসিবি পরিবার শোক প্রকাশ করেছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট