চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তিন দিনের আল্টিমেটাম মেডিকেল টেকনোলজিস্টদের

অনলাইন ডেস্ক

৭ জুন, ২০২০ | ৩:৫৩ অপরাহ্ণ

অতি দ্রুত নিয়োগ দেয়ার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ করছেন মেডিকেল টেকনোলজিস্টরা। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে ১০ জুন তারা আবার অধিদপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মোল্লা

রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলে বলে জানা গেছে।

সেলিম জানান, ‘প্রধানমন্ত্রী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য বলেছেন। স্বাস্থ্য অধিদপ্তর তিন হাজার মেডিকেল টেকনোলজিস্টের পদ সৃষ্টি করেছে বলে জানিয়েছে। কিন্তু আসল বিষয় হলো, মাত্র ১২০০ পদ তারা তৈরি করেছে। স্বাস্থ্য অধিদপ্তর তালিকায় অন্য লোক ঢুকিয়ে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ দেবে। এটা অধিদপ্তরের অসততা।’  

তিনি আরও বলেন, বেকার ২৫ হাজার টেকনোলজিস্ট আবেদন করেছেন। তারা কাজ করতে চান। অথচ কারিগর বোর্ডের মামলার কারণে ১২ বছর ধরে এ পদে নিয়োগ হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর এটা নিষ্পত্তির উদ্যোগ নেয়নি। আমাদের দাবি, এডহক ভিত্তিতে বেকার এবং যাদের বয়স নেই এখন তাদের নিয়োগ দেওয়া হোক। 

স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের যুগ্ম মহাসচিব মাহবুব হাসান জানান,  সকালে গিয়ে তারা ওখানে অবস্থান নিয়েছেন। অথচ উর্ধ্বতন কর্তপক্ষের কেউ তাদের সঙ্গে কথা বলেনি। মহাপরিচালকের সঙ্গে দেখা করতে তারা সেখানে অপেক্ষা করছেন। কী আশ্বাস পায় তার ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট