চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ

এশিয়ার ৪৮৯টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়ছে হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস্ হায়ার এডুকেশন’ তাদের ওয়েবসাইটে গতকাল বুধবার (৪ জুন) ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’ শীর্ষক এই তালিকাটি প্রকাশ করেছে৷ নির্ধারিত পাঁচটি সূচকের মোট স্কোর ৫০০-এর মধ্যে ১২৩ দশমিক ২ পয়েন্ট অর্জন করে ৪০১তম স্থান অধিকার করেছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়৷

শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী (ইন্টারন্যাশনাল আউটলুক) ও ইন্ডাস্ট্রি ইনকাম (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) এই পাঁচটি সূচকের উপর এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই-বাছাই করে থাকে টাইমস হায়ার এডুকেশন৷ এই পাঁচটি সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথকভাবে টিচিংয়ে ১৮.৭, রিসার্চে ১০.৭, সাইটেশনে ১৬.৪ পয়েন্ট, ইন্টারন্যাশনাল আউটলুকে ৪০.৮ ও ইন্ডাস্ট্রি ইনকামে ৩৬.৬ পয়েন্ট অর্জন করে। তালিকায় ৪০০ দশমিক ৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়৷

এর আগে শিক্ষা সাময়িকীটির এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে সেরা ২০০ ও ২০১৮ সালে সেরা ৩৫০-এর মধ্যে স্থান পেয়েছিল৷ যদিও গত বছর দেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এ র‌্যাংকিংয়ে স্থান পায়নি।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট