চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া ৬০ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

২ জুন, ২০২০ | ১১:৪৮ পূর্বাহ্ণ

পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মো. মোস্তাফা (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।

সোমবার (১ জুন) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসউদ জানান, ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০ লাখ টাকা ও দু’টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় ডিবির যুগ্ম কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে।

পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই।

ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট