চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অফিস খোলার দিনেই রেকর্ড ৪০ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৫৪৫
অফিস খোলার দিনেই রেকর্ড ৪০ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৫৪৫

সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের খবর মিলল অফিস খোলার প্রথম দিনই

অনলাইন ডেস্ক

৩১ মে, ২০২০ | ৩:০৬ অপরাহ্ণ

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০  জনের মৃত্যু হয়েছে। এটি ২৪ ঘণ্টার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৫০। এছাড়া  সর্বোচ্চ আর ও  ২ হাজার  ৫৪৫ জন নতুনভাবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল  ৪৭ হাজার  ১৫৩। গত  ঘণ্টায় সুস্থ হয়েছেন  ৪০৬ জন এবং মোট সুস্থ হয়েছেন  ৯ হাজার  ৭৮১ জন। 

আজ রবিবার  (৩১  মে) দুপুরে স্বাস্থ্য  অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় সবাইকে স্বাস্থ্য পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বানসহ পুষ্টিকর খাবার গ্রহণের আহ্বান জানান তিনি। একই সাথে যারা করোনার এই মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদও জানান তিনি।

 

 

পূর্বকোণ/ এএ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট