চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়ক-ফুটপাতে কিছু পেলেই নিলামে বিক্রির ঘোষণা আতিকের

ইউনাইটেডের ১১ অগ্নিনির্বাপকের ৮টিই ছিল মেয়াদোত্তীর্ণ: মেয়র আতিক

অনলাইন ডেস্ক

২৮ মে, ২০২০ | ৭:৩৪ অপরাহ্ণ

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন লাগার পর কর্তৃপক্ষ আগুন নেভাতে যে অগ্নিনির্বাপক ব্যবহার করেছিল তার ৮টিই ছিল মেয়াদোত্তীর্ণ।

বৃহস্পতিবার (২৮ মে) আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ ইউনাইটেড হাসপাতালের সম্প্রসারিত অংশে ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার-টিম ছিল না। ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে মাত্র ৩টির মেয়াদ ছিল। অন্য ৮টি অগ্নিনির্বাপন যন্ত্রের মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। হাইড্রেন্ট কে চালাবে, কে কাজ করবে, কার দায়িত্ব এগুলো সুনির্দিষ্ট করা ছিল না।’

মেয়র বলেন, ‘হাসপাতালে মানুষ ভর্তি হয় আরোগ্য লাভ করার জন্য, এটা অত্যন্ত বেদনাদায়ক যে তারা এখানে অগ্নিদুর্ঘটনায় মারা গেলেন।’

এ সময় তিনি সব হাসপাতাল কর্তৃপক্ষকে অগ্নি নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট