চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

সিরাজগঞ্জে নৌকাডুবির ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

২৮ মে, ২০২০ | ১:২৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হল।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে এলাকাবাসী মরদেহগুলো উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ৯জন যাত্রী। 

চৌহালীর ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও এনায়েতপুর থানার ওসি মোল্লাহ মাসুদ জানান, বৃহস্পতিবার সকালে যমুনা নদীর চৌহালী উপজেলার আজিমুদ্দিন মোড়, ঘুষুরিয়া ও স্থল ইউনিয়নের চালুহারা এলাকায় তিনটি মরদেহ ভেসে উঠে। এলাকাবাসী মরদেহগুলি উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ জেলার সিংরাইল থানার গোবিনহারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে আলোক মিয়া (৩০)। 

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরো তিনটি মরদেহ উদ্ধার হয়। মঙ্গলবার ৫৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়।  এদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট