চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টঙ্গীতে ধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

অনলাইন ডেস্ক

২২ মে, ২০২০ | ১১:২১ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় শিশু চাঁদনী (৭) হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সুফিয়ান (২১) র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। ‘বন্দুকযুদ্ধে’ দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক সুজয় সরকার।

তিনি বলেন, গাজীপুরে একাধিক ধর্ষণ মামলার প্রধান আসামি সুফিয়ান (২১) র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নিহত আবু সুফিয়ান চাঞ্চল্যকর শিশু চাঁদনী হত্যা ও ধর্ষণের প্রধান আসামি। গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেলগেট এলাকার একটি ইটের স্তুপ থেকে শিশু চাঁদনীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়। চাঞ্চল্যকর ওই ঘটনায় ১৭ মে রাতে রেলস্টেশন এলাকা থেকে নিলয় (১৫) নামের এক তরুণকে গ্রেফতার করে র‌্যাব ১ এর সদস্যরা। নিলয় আদালতে সে ও আবু সুফিয়ানসহ ওই শিশুকে ধর্ষণ করে মর্মে জবানবন্দি দেয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট