চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বায়তুশ শরফের পীর আব্দুল জব্বারের পাশেই শায়িত হলেন মাওলানা কুতুব উদ্দিন
বায়তুশ শরফের পীর আব্দুল জব্বারের পাশেই শায়িত হলেন মাওলানা কুতুব উদ্দিন

বায়তুশ শরফের পীর আব্দুল জব্বারের পাশেই শায়িত হলেন মাওলানা কুতুব উদ্দিন

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২০ | ২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ধনিয়ালপাড়ায় বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন সাহেব এর জানাজার নামাজ চট্টগ্রাম পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার (২১ মে) ফজরের নামাজের পর কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জনসমাগম এড়াতে নির্ধারিত সময়ের আগেই ফজরের নামাজের পর ভোর সাড়ে ৫টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ছলাহ উদ্দিন বেলাল সাহেব।
জানাজার পরপরই মরহুমকে বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন হাদীয়ে যামান আল্লামা শাহ সূফী হযরত মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রাহ. এর কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় মাওলানা কুতুবউদ্দিনের স্বজনরা ছাড়াও বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট