চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভোক্তা অধিকারের ডিজিসহ ৪ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২০ | ৬:১২ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ চার কর্মকর্তা।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিজি স্যারের রেজাল্ট পজেটিভ এসেছে। আরও একাধিক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেগুলোর ফলাফল এখনো পাওয়া যায়নি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা জানান, ডিজিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার।

এর আগে গত বুধবার অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের করোনা পজেটিভ হয়।

তখন তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ১১ মে রাত থেকে তার শরীরে সামান্য ব্যথা ছিল। তার সঙ্গে জ্বর-সর্দি থাকায় পরদিন সকালে স্কয়ার হাসপাতালে তিনি করোনা টেস্ট করান। বিকেলে হাসপাতাল থেকে ফোনে তার করোনা পজেটিভ বলে জানানো হয়।

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট